নিজেকে আকর্ষণীয় করতে চান

অন্যের কাছে নিজেকে আকর্ষনীয় আর গ্রহনযোগ্য করে তুলতে চান প্রত্যকেই। আমরা যখন দেখি যে কেও আমাদের কোনো কারনে ভালো ভাবে নিচ্ছেনা, বা রিজেক্ট করছে, আমাদের মনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, আমরা কেও কেও আছি সেটা সহ্য করতে পারিনা। আপনার নিজের ভ্যালুস, নীতি, ব্যাক্তিগত চাওয়া পাওয়া, ভালো লাগা, সততা এই নিয়েই হোক আপনার চলা। এতেই দেখবেন আপনার এই আকর্ষনীয় ব্যাক্তিত্বে সবাই খুব প্রশংশা করবে, না করলেও বেশ সন্মানের চোখে দেখবে।

অন্যের মতামত দ্বারা চালিত হবেন না
অনেকেই আছেন অন্যের মতামত দ্বারা চালিত হতে থাকেন, অন্যের কাছে ভালো সাজতে, অন্যের স্বীকৃতি লাভের লোভে এমন কিছু করবেন না যাতে ব্যাক্তিগত ক্ষতি হয়, মানসিক শান্তি নষ্ট হয়। সেটাই গ্রহণ করুন যেটা আপনার কাছে মুল্যবান, যা আপনার জন্য গুরত্বপুর্ন।

শুদ্ধ বাচনভঙ্গী
মনের ভাব প্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে কথা বলা। অপরের সঙ্গে যোগাযোগের জন্য এর চেয়ে ভালো উপায় নেই। কিন্তু শুধু কথা বললেই হবে না, উচ্চারণ হতে হবে শুদ্ধ। কারণ অশুদ্ধ বাচনভঙ্গীর কারণে অন্যের কাছে আপনি আপনার গ্রহনযোগ্যতা হারাতে পারেন।

আন্তরিকতার সাথে অন্যের কথা শুনুন
শুধু অন্যের কথা শোনার জন্যই শুনবেন না, মন দিয়ে শুনুন এবং বুঝুন, তাকে বুঝতে দিন আপনি তাদের কথা উপভোগ করছেন বা ফিল করছেন।

যে কোনো ঘটনাকে নিজেই সম্পন্ন করুন
কারো জন্য অপেক্ষা করবেন না। আপনি নিজেই উদ্যোগী হন। অসমাপ্ত কাজটিতে নিজেই হাত দিন। শেষ করে ফেলুন বাকি কাজ। আপনিই হোন প্রেরণাদায়ী ও অনুঘটক।

দায়িত্বশীলতা
আপনার দায়িত্বশীলতাই পারে অন্যের কাছে আপনাকে গ্রহনযোগ্য করে তুলতে। নিজের কাজের প্রতি দায়িত্বশীল হোন। কথা দিলে কথা রাখুন। যে কথা রাখা সম্ভব নয় তা প্রথমেই না করে দিন।