নিজেকে ‘সেলফি কুইন’ বলে দাবি করেছেন

বিনোদন ডেস্ক : নিজেকে ‘সেলফি কুইন’ বলে দাবি করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি এতটাই সেলফি আসক্ত যে প্রতি ৫-১০ মিনিটে একটি করে সেলফি তোলেন।

‘ভোগ বিএফএফ শো’ শিরোনামের একটি অনুষ্ঠানে হাজির হয়ে এ কথাগুলো বলেন বেবো। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ অভিনেত্রীর ফ্যাশন ডিজাইনার বন্ধু মানীশ মালহোত্রা।

‘শেষ কখন আপনার মোবাইল ফোনে ছবি তুলেছেন?’ অনুষ্ঠানের সঞ্চালক কমল সিধু কারিনাকে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘আমি সেলফি কুইন। তাই নিজের ছবি নিজেই তুলি। আর প্রতি ৫-১০ মিনিটে একটি করে সেলফি তুলি।’

আগামী ডিসেম্বরে মা হচ্ছেন কারিনা। এ অভিনেত্রী জানান, জীবনে কোনো কিছুই পরিকল্পনা করে করেননি তিনি। ছোট বেলা থেকে তার একটাই স্বপ্ন ছিল তা হলো, বড় মাপের তারকা হওয়ার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো কিছু চিন্তা করে করিনি। আমি শুধু আমার মনের কথা শুনেছি। ছোটবেলা থেকে আমি শুধু একটাই স্বপ্ন দেখেছি তা হলো বড় তারকা হওয়া।’

কারিনা কাপুরকে সবশেষ দেখা গেছে উড়তা পাঞ্জাব সিনেমায়। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা বীরে ডি ওয়েডিং। এতে আরো অভিনয় করবেন সোনম কাপুর, স্বারা ভাস্কর এবং শিখা তালসানিয়া।