
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের বেতন কাটার সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করায় বিমানের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তির বাইরে ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নেয় পাইলটরা। এর ফলে সোমবার (২৫ অক্টোবর) রাতে বিমানের কাতার-দুবাইসহ বেশ কয়েকটি রুটের ফ্লাইট দেরিতে ছাড়ে।
অবশেষে নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন পাইলটরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে নিয়মিতভাবে অতিরিক্ত ডিউটি করবেন তারা।
বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) একটি সূত্র ও বিমান কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে পাইলটদের কথা হয়েছে। তিনি পাইলটদের বেতন সমন্বয়ের বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন। তাই পাইলটরাও চুক্তির বাইরে গিয়ে ফ্লাইট পরিচালনা করতে রাজী হয়েছেন।
গত বছর দেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর ব্যয় সংকোচন করতে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নির্দিষ্ট হারে পাইলটদেরও বেতন কাটছিল বিমান কর্তৃপক্ষ। তবে এ বছরের জুলাইয়ে অন্যদের বেতন সমন্বয় করলেও পাইলটদের বেতন কেটেই যাচ্ছিল বিমান। এরপরই চুক্তির বাইরে ফ্লাইট চালাতে অস্বীকৃতি জানায় পাইলটরা। তবে সে সময় বিমান কর্তৃপক্ষের আশ্বাসে সিদ্ধান্ত থেকে সরে আসেন। এতোদিনে সমন্বয় না করায় গতকাল সোমবার রাত থেকে আবারও অতিরিক্ত ফ্লাইট চালাতে অস্বীকৃতি জানায় তারা।