ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ।
২৬৬ রানের টার্গেটে বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিং করেও শেষ হাসিটা হাসতে পারেনি আফগানিস্তান।
জয়ের জন্য বাংলাদেশকে যতটা না কৃর্তিত্ব দিয়েছে তার থেকে বেশি নিজেদের ভাগ্যকে দুষেছেন আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জারদান।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জারদান বলেন, ‘২৬৫ রান তাড়া করে সহজেই জয় পাওয়া যেত। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিলাম। আমরা ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু দূর্ভাগ্যবশত আমরা জয় আদায় করতে পারিনি। নিজেদের ভুলে ম্যাচ হেরেছি।’
‘আমরা শেষ দিকে আমাদের পরিকল্পনায় স্থির থাকতে পারিনি। বেশ কিছু বাজে শট খেলেছি। বাংলাদেশের বোলাররা সেই সুযোগটি নিয়েছে। তারা শেষ দিকে ভালো খেলেছে, এ কারণে তারা জয় পেয়েছে।’- যোগ করেন জারদান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদী। এ জুটিতেই জয়ের স্বপ্ন দেখতে থাকে আফগানিস্তান। ১৯০ রানে তৃতীয় উইকেট হারানোর পর ২৫৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ৬৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে নিশ্চিত জয় পাওয়া ম্যাচ হাতছাড়া করে আফগানিস্তান।
নাজিবুল্লাহ জারদান জুটি নিয়ে বলেন, ‘ওদের জুটিটা বেশ ভালো ছিল। প্রথম দুই উইকেট হারানোর পর ওরা দারুণ জুটি গড়ে বাংলাদেশের থেকে ম্যাচে এগিয়ে রেখেছিল। ৩৫ ওভার পর্যন্ত আমরা ম্যাচেই ছিলাম। কিন্তু এরপর ধারাবাহিকভাবে আমাদের হাত থেকে ম্যাচ ফসকে যায়। আমরা অযাচিত কিছু শট খেলেছি এর কারণে নিজেদের উইকেট হারিয়েছি। আমরা সেগুলো পরেও চেষ্টা করতে পারতাম। কিন্তু আমরা আমাদের পরিকল্পনায় স্থির থাকিনি।’
বাংলাদেশের উপর চাপ ছিল দাবি করে জারদান বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ বেশ চাপে ছিল। স্বাগতিক দর্শকদের সামনে পারফর্ম করা এমনিতেই কঠিন। তারা জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছে।’