
নিউজ ডেস্কঃ আহত কুকুর নিজের চিকিৎসার জন্য হাজির হল ক্লিনিকে। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের উত্তর-পূর্ব হুয়াজেইরো দো নর্তে শহরে। সেই শহরের রাস্তায় আহত অবস্থায় দেখা যায় আহত কুকুরটির।
সেই ক্লিনিক সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই বিরল ঘটনা সাথে সাথে তা ভাইরাল হয়ে অনলাইনে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, আহত কুকুরটি ক্লিনিকের দরজার দিয়ে ভিতরে ঢুকে তার হাত-পা উঁচু করে হাসপাতালের কর্মীদের দেখাচ্ছেন। চিকিৎসার জন্য সাহায্য চাইছে আহত কুকুরটি।
তার পর সে লেজ নাড়তে নাড়তে দেয়ালের পাশে বসে পড়ে, অপেক্ষা করতে থাকে চিকিৎসকের জন্য।
সূত্রঃ বিবিসি