
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। বক্স অফিসে একের পর এক সাফল্য পাচ্ছে তার সিনেমা। তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা জুড়ওয়া-টুও বক্স অফিসে ১০০ কোটির দ্বারপ্রান্তে। স্বাভাবিকভাবে নির্মাতাদের কাছে এখন তার চাহিদা একটু বেশি।
তবে এরই মধ্যে নাকি নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন বরুণ ধাওয়ান। বর্তমানে ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এ অভিনেতা। সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকাদের মধ্যে এ অভিনেতা সপ্তম। তার আগে রয়েছেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, হৃতিক রোশান, অক্ষয় কুমার এবং অজয় দেবগন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বক্স অফিস বিশ্লেষক অতুল মোহন বলেন, ‘বরুণ নিজের সামর্থের বাইরে কিছু করেন না এবং সবাই তাকে পছন্দ করেন। তাই তারপারিশ্রমিক বাড়ানোটা অশ্চর্যের কিছু নয়। সবচেয়ে বড় কথা তিনি সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি পরিবার থেকে এসেছেন এবং তার বাবা বলিউড সিনেমার অন্যতম সফল বাণিজ্যিক সিনেমার পরিচালক। তাই তাকে যে পরামর্শ দেয়া হয় সবগুলোই সঠিক।’
অতুল আরো জানান, বরুণ সিনেমা বাছাইয়ের বিষয়টি তাকে তার সাফল্য অর্জনে সাহায্য করেছে। তার ক্যারিয়ারে ভিন্ন ঘরানার বাদলাপুর নামে একটি সিনেমা করেছেন। এ সিনেমাটিও বক্স অফিসে সফল। তিনি আরো বলেন, ‘করন জোহরের দুলহানিয়া সিরিজের দুটি সিনেমাও বরুণকে সাহায্য করেছে। তিনি তার এই ইমেজটাই প্রতিটি সিনেমায় কাজে লাগানোর চেষ্টা করছেন।’
এদিকে অন্য একজন বক্স অফিস বিশ্লেষকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একটু ভিন্ন উপায়ে নিজের পারিশ্রমিক নেন অক্ষয় কুমার। তিনি ২০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেন কিন্তু শেষ পর্যন্ত ৮০ শতাংশ লভ্যাংশ নেন। শাহরুখ, সালমান ও আমির তাদের সিনেমার প্রযোজক হিসেবে থাকেন। স্বাভাবিকভাবেই তাদের পারিশ্রমিকের পরিমাণটা বেড়ে যায়। স্টার টিভির সঙ্গে অজয়ের ৪০০ কোটির চুক্তি রয়েছে, এ জন্য এই অভিনেতা সিনেমা প্রতি ৪০ কোটি রুপি নেন। হৃতিক প্রতিটি সিনেমার জন্য নেন ৩০ কোটি রুপি।