নিজের ফ্যাশন সচেতনতায় সবার নজর কাড়ছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে হলিউডেও পরিচিত মুখ তিনি। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে হাজিরও হচ্ছেন। শুধু যে হাজির হচ্ছেন তা নয়, নিজের ফ্যাশন সচেতনতায় সবার নজর কাড়ছেন এই অভিনেত্রী।

এর আগে অ্যামি ও অস্কার অ্যাওয়ার্ডে ফ্যাশনেবল পোশাকে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন প্রিয়াঙ্কা। এবার মেট গালায় তার পোশাক দিয়ে সবার নজর কাড়লেন এ অভিনেত্রী। চলতি মাসে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা অভিনীত হলিউড সিনেমা বেওয়াচ। সিনেমাটির প্রচারণায় মেট গালায় হাজির হয়েছিলেন তিনি।

এবারই প্রথম এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে হলিউডের অনেক নামি-দামী তারকারাও উপস্থিত ছিলেন। এতে রাফ লরেনের ডিজাইন করা ট্রেঞ্চ কোট গাউন পরেছিলেন প্রিয়াঙ্কা। বলা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেঞ্চ কোট।

‘কোয়ান্টিকো’খ্যাত ৩৪ বছর বয়সি এ অভিনেত্রী অনুষ্ঠানে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে ক্যামেরাবন্দি হন। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোও অনুষ্ঠানে এ অভিনেত্রীর পোশাকের প্রশংসা করেছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউ জ্যাকম্যান, ফারেল উইলিয়ামস, ম্যাট ডেমন, কেনদাল জেনার, কাইলি,  জেনার, গিজেল বুন্দসেন ও তার স্বামী টম বার্ডি এবং সোফি টার্নারসহ অনেকে। এ ছাড়াও ছিলেন গায়িকা সেলেনা গোমেজ। বয়ফ্রেন্ড দ্য উইকেন্ডের হাত ধরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এবারই প্রথম একসঙ্গে হাজির হলেন তারা।

মেট গালা হচ্ছে- নিউইয়র্ক সিটিতে অবস্থিত আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজিয়ামের জন্য একটি বার্ষিক চাঁদা তোলার উৎসব। মেট গালাকে আনুষ্ঠানিকভাবে কস্টিউম ইনস্টিটিউট গালা বলা হয় এবং মেট বল নামেও পরিচিত।  এটা কস্টিউম ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনীর গ্র্যান্ড ওপেনিং হিসেবে চিহ্নিত।