
বিনোদন ডেস্কঃ টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বেশ কিছুদিন বিয়ের গুঞ্জনে ভেসেছেন। অবশেষে নিজেই তার বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন। এর আগে গেল জুলাই মাসে টালিউডে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ঋতাভরীকে নিয়ে।
বিয়ে নিয়ে অভিনেত্রী জানান, তার অসুস্থতার সময়ে মন ভালো করতেই তা জীবনে হবুবরের আগমন ঘটেছিল তথাগত চ্যাটার্জির। জানা যায়, চলতি বছর শুরুতে শারীরিক জটিলতায় পড়েছিলেন টালিউড অভিনেত্রী। একাধিক অপারেশন আর টানা বিশ্রাম নিয়ে তিনি এখন অনেকটাই স্বাভাবিক। কিছুদিন আগে ‘এফআইআর’ নামের সিনেমায় মাধ্যমে কাজে ফিরেছেন তিনি।
পরিচয় কীভাবে হলো? উত্তরে এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেন, এ বছর শুরুর দিকে ওর ক্লিনিক উদ্বোধন করতে গিয়েছিলাম। আমরা প্রথমেই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। যখন ওকে ভালো করে চিনতে শুরু করেছি, তখন আমি শয্যাশায়ী। দ্বিতীয় সার্জারির পরে ও আমার বাড়িতেই আসত দেখা করতে। ফলে খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি এসেছিলাম।
এরপর নায়িকা ধীরে ধীরে অনুভব করতে লাগলেন, তিনি কারও ওপর নির্ভর করতে পারছেন। এরপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ঋতাভরী জানান, ইচ্ছা আছে ডিসেম্বর আংটিবদল করার। তারপর দুজন কিছুদিন একসঙ্গে থাকবেন তারা। কোভিড পরিস্থিতি ঠিক হলে জাঁকজমকভাবে বিয়ের আয়োজনের পরিকল্পনা করেছেন ঋতাভরী।
অভিনেত্রীর ভাষায়, আপনারা আমার বিয়ের যে খবর পেয়েছে তা সত্যি। কিন্তু পাত্র খুবই লাজুক। সে চায় না তার নাম এবং ছবি প্রকাশ হোক। আংটিবদল অনুষ্ঠান খুব বড় আয়োজনে করব না। কাছের লোকজনদের নিয়েই সারব।
জানা যায় ‘এফআইআর’ সিনেমায় ঋতাভরীর বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। আসছে পূজায় মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি সিনেমায় অভিনয় করবেন ঋতাভরী। তার হাতে আছে ‘মায়া মৃগয়া’ নামের আরও একটি সিনেমা।