
বিনোদন ডেস্ক : নিজের সম্পর্কে সব সময় স্পষ্টভাবেই কথা বলতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বিভিন্ন সময় নিজের সম্পর্কে অনেক কথাই তিনি জানিয়েছেন যা অনেকেই হয়তো বলতে চাইবেন না।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক রাজীব মাসান্দের ‘রাউন্ড টেবিল ২০১৬‘র প্রোমো। এতে সোনম জানান, ছোটবেলায় নিগ্রহের শিকার হয়েছেন তিনি।
সোনম বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, তখন নিগ্রহের শিকার হয়েছি এবং এটি আমাকে মানসিকভাবে আঘাত করেছিল।’
প্রতি বছরের শেষের দিকে বলিউড অভিনয়শিল্পীরা রাজীব মাসান্দের এ অনুষ্ঠানে হাজির হন এবং সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা সঞ্চালকের সঙ্গে আলোচনা করেন। এবার হাজির হয়েছেন বলিউডের পাঁচ অভিনেত্রী-বিদ্যা বালান, আনুশকা শর্মা, সোনম কাপুর, আলিয়া ভাট এবং রাধিকা আপ্তে।