মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে স্কুলছাত্রী নিতু মণ্ডল হত্যা মামলায় মিলন মণ্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সোমবার বিকেলে মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ হাকিম ফৌজিয়া হাফসার কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় মিলন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডাসার থানার এসআই বায়েজীদ মৃধা জানান, সোমবার বিকেল ৪টায় মিলনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
মিলন তখন হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। পরে দীর্ঘ আড়াই ঘণ্টা মিলনের জবানবন্দি নিয়ে বিচারক ফৌজিয়া হাফসার তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী নিতু মণ্ডলকে (১৪) স্কুলে যাওয়ার পথে গতকাল রোববার সকালে কুপিয়ে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী মিলন মণ্ডলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিতু হত্যার ঘটনায় রোববার রাতেই ডাসার থানায় নিতুর বাবা নির্মল মণ্ডল একটি হত্যা মামলা করেন। এতে মিলন মণ্ডলকে আসামি করা হয়।
এদিকে নিতু হত্যার প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে নবগ্রাম উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্কুলমাঠে মানববন্ধন করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।