মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসার থানার নবগ্রাম হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী নিতু হত্যার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল মাঠে আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে হত্যার ঘটনায় অভিযুক্ত মিলনকে প্রধান আসামি করে রোববার রাতে নিতুর বাবা নির্মল মণ্ডল ডাসার থানায় মামলা দায়ের করেছেন। মিলন আলিসারকান্দি গ্রামের বিরেন মণ্ডলের ছেলে।
অভিযুক্ত মিলনকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলে যাওয়ার পথে কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে কুপিয়ে হত্যা করে মিলন নামে এক যুবক। নিতু নবগ্রাম ইউনিয়নের আলিসারকান্দি গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে।