
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম স্বাভাবিক আছে। মিশর থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আমদানি হলে পেঁয়াজের দামও স্বাভাবিক হবে।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে বিভিন্ন অংশীজনকে নিয়ে পর্যালোচনা সভা’য় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ১১.০৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। গত অর্থবছরের ওই সময় তা ছিল ৫.৭৮ লাখ মেট্রিক টন।’