
এম এহান্নান,
ভোলার লালমোহনে নিম্নচাপ নাডা‘র প্রভাবে দুইদিন ব্যাপী মুষলধারে বুষ্টিপাত ও ঝড়ো বাতাসে গৃহবন্ধী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। একই সাথে শনিবার আবহাওয়ার ৪ নম্বর বিপদ সংকেতে মেঘলা আবহাওয়ায় চারিদিকে শুনশান নিরবতা বিরাজ করছে। বাজার কিংবা রাস্তা-ঘাট কোথাও নেই মানুষের আনা-গোনা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় শনিবার লালমোহন থেকে ঢাকাগামী ও লালমোহন থেকে কালাইয়া, বরিশাল রুটের কোন লঞ্চ ছেড়ে যায়নি। এছাড়া উপজেলায় বিদ্যুৎ বন্ধ রয়েছে সারাদিন। লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে মানুষ আতকিংত হয়ে পড়েছে। নদীকূলের এসব মানুষরা ঘর থেকেও বের হতে পারছে না। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তার ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ। তিনি কৃষকদের ধান নিয়ে আশংকা প্রকাশ করে বলেন, প্রায় ৩০ ভাগ ধান নষ্ট হয়ে যাবে। পানিতে ধান ক্ষেত তলিয়ে গেছে। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো: শামছুল আরিফ জানান, আবহাওয়ার সর্তকতা জানিয়ে মাইকিং চলছে। কোন ধরণের সমস্যা হলে আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। খাবারও মজুদ রাখা হয়েছে।