নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যাত্রাবাড়ি, শনিরআখরা, সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বাসিন্দারা। এ সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় স্থানীয় লোকজন অবস্থান নেন।

এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ৩ ডিসেম্বর শনিবার সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করে আজকের কর্মসূচি স্থগিত করেন।

বিক্ষোভ চলাকালে স্থানীয়রা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবি জানান। এই দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে তাদের এই কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

কর্মসূচির বিষয়ে সাহেবপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘এক বছর ধরে আমাদের বাসা-বাড়িতে দিনের বেলায় গ্যাস পাওয়া যায় না। এ ব্যাপারে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। তারা আমাদের বারবার আশ্বস্ত করে যাচ্ছে যে, ঠিক হয়ে যাবে।’

রঘুনাথপুর জামে মসজিদ কমিটির সভাপতি মো. কমর আলী মাতব্বর বলেন, ‘রাত ১১টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজনের তুলনায় বেশি গ্যাস পাওয়া যায়। কিন্তু ভোর ৫টার পর থেকে আমাদের ভোগান্তি শুরু হয়। প্রায় এক বছর ধরে এ সমস্যা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের এলাকায় যারা থাকেন, তাদের অধিকাংশই কর্মজীবী। তারা সকালে খবার খেয়ে কাজে যান, যাওয়ার সময় দুপুরের খাবার নিয়ে যান। রাতে বাসায় ফিরে আবার রান্না করে খান। কিন্তু সময়মতো গ্যাস না থাকায় অনেককে হোটেলে খেতে হয়। এ সমস্যার কারণে অনেকে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছেন। অন্যদিকে সকালে ঘরে খাবার রান্না না হওয়ায় ছাত্রছাত্রীরা সকালে না খেয়ে স্কুল, কলেজ, মাদ্রাসায় যাচ্ছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।’