নিরাপত্তারক্ষীদের খাওয়াতে গিয়ে বিপাকে সাংসদ

তানভির আহমেদ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে লড়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগেও তার পারিবারিক অবস্থা নিয়ে চর্চা হয়েছে। তবে সাংসদ হওয়ার পর তার টানাটানির সংসার যেন আরও কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। সাংসদ নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হচ্ছে তাকে। আর তাদের তিনবেলা খাওয়াতে গিয়ে বিপাকে পড়েছেন সাংসদ চন্দনা বাউরি।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সাংসদের বাইরে চন্দনার পরিচয় তিনি গৃহবধূ। পাশাপাশি আরেকটি পরিচয় হলো- সংসারের টানাটানিতে মাঝে মাঝে রাজমিস্ত্রী স্বামীর সঙ্গে দিনমজুরিও করতে হয় তাকে।

নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই সংসারটা হঠাৎ বড় হয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার পরে রাজ্য পুলিশের একজন নিরাপত্তারক্ষী পেয়েছিলেন। আর নির্বাচিত হতেই বাঁকুড়ার কেলাই গ্রামের বাড়িতে এসেছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য। দলীয় নেতৃত্বের নির্দেশে আবেদন করছিলেন চন্দনাই। কিন্তু নুন আনতে পান্তা ফুরায় যে সংসারে, সেখানে আরও চারটে মুখ! বাড়তি চাপ হয়ে গিয়েছে।

চন্দনার তাতে আক্ষেপ নেই। নিজেই রান্না করে খাওয়াচ্ছেন ৫ নিরাপত্তা রক্ষীকে। মাটির বাড়িতেই সংসার চন্দনার। স্বামী শ্রাবণ বাউড়ি আবেদন করলেও নামে ভুল থাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে যায়।

চন্দনা বলেন, ‘জওয়ানদের রাখার মতো ঘর তো আমাদের নেই। তাই একজনের নির্মীয়মাণ বাড়িতে ব্যবস্থা করেছি। সেখানে আবার দরজা, জানালা ছিল না। বাড়িতে লাগাবো বলে ভোটের আগে দু’টো জানালা আর একটা দরজা কেনা ছিল। সেগুলোই আমার স্বামী ওই বাড়িতে লাগিয়ে দিয়েছেন।’

শুধু কি থাকা, খাওয়ার ব্যবস্থাও তো করতে হচ্ছে। নিয়ম অনুযায়ী নিজেদের রান্না এবং খাওয়ার ব্যবস্থা জওয়ানদের করে নেওয়ার কথা। কিন্তু এখনও সেই সব ব্যবস্থা করে দিতে পারেননি চন্দনা। তাই নিজেই রেঁধে খাওয়াচ্ছেন সাংসদ। বললেন, ‘শ্বাশুড়ি মা আর আমি মিলে রান্না করছি। আমরা যা খাই তাই খাওয়াচ্ছি। বুঝতে পারছি ওদের খুবই অসুবিধা হচ্ছে। ওরা রুটি পছন্দ করেন। কিন্তু আমাদের খাওয়া হচ্ছে ভাত আর মুড়ি।’

চন্দনার বাড়িতে আরও একজন নিরাপত্তা রক্ষী আছেন। তিনি ৪ বছরের পুত্র স্বপ্নদীপ। বায়না করায় তাকেও জওয়ানদের মতো পোশাক কিনে দিতে হয়েছে মাকে।

একই রকম না হলেও চাপে কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়। সংসার বড় হয়ে গিয়েছে। গৃহবধূ মালতি সাংসদ হওয়ার পরে নিরাপত্তার জন্য ৪ জন কেন্দ্রীয় বাহিনীর সদস্য পেয়েছেন। মালতি জানিয়েছেন, দোতলা বাড়ির একতলাটা ভাড়া দেওয়া আছে। ছেলে ও স্বামীকে নিয়ে থাকেন দোতলায়।

মালতি বলেন, ‘আপাতত একটি বাড়ি ভাড়া নিয়ে জওয়ানদের থাকার ব্যবস্থা করেছি। খুব তাড়াতাড়ি ভাড়াটে উঠে যাবেন। তখন ওদের বাড়িতে নিয়ে আসব।’

জওয়ানদের জন্য আলাদা রান্নার গ্যাসের সংযোগ যতদিন না হচ্ছে ততদিন একসঙ্গেই চলছে খাওয়া দাওয়া। মালতি স্বীকার করলেন, ‘একটু তো চাপ হচ্ছেই। তবে দলের নির্দেশ মানতেই হবে। আর গ্রামে গেলে নিরাপত্তা রক্ষীসহ সাংসদকে দেখে কর্মীরা মনে ভরসা পাচ্ছেন।’

সোনামুখির সাংসদ দিবাকর ঘরামিও একই রকম চাপে। মাঠে চাষ করেই সংসার চালান বাঁকুড়ার এই সাংসদ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্তা দিবাকর বলেন, ‘আমার একটা দোকান ঘর ছিল। সেখানেই খুব কষ্ট করে নিরাপত্তারক্ষীরা থাকছেন। যৌথ পরিবারে আমাদের ১০ জন সদস্য। সেই সঙ্গে রাজ্য পুলিশের ১ জন আর কেন্দ্রীয় বাহিনীর ৪ জন যুক্ত হয়েছেন। ১৫ জনের খাওয়া দাওয়া একসঙ্গেই চলছে। আমরা যা খাচ্ছি, তাই খাওয়াচ্ছি।’

দিবাকর অপেক্ষা করছেন, কবে থেকে সাংসদ হিসেবে ভাতা পাওয়া শুরু হবে। কেন্দ্রীয় প্রকল্প কিসান সম্মান নিধির টাকারও অপেক্ষায় আছেন তিনি।

প্রায় একই রকম অবস্থা মালদহের গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মনেরও। বেসরকারি বিমা সংস্থার কর্মী চিন্ময় আপাতত ছুটিতে আছেন। বিধায়ক হওয়ার পরে সেই কাজ করার সময় আর পাবেন কিনা চিন্তায় আছেন।