জাহাঙ্গির আলমঃ সারাদেশে আড়াই হাজারো বেশি কিঃ মিঃ রেলপথ অনিরাপদ কোন নিরাপত্তা নেই। একটি ট্রেনে এক হাজার যাত্রীর নিরাপত্তায় রয়েছে মাত্র তিন থেকে পাঁচ জন পুলিশ। এই ছাড়াও গভীর রাতে নির্জন রেল পথে ট্রেন চলাচলের সময় নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। অপরাধিরা ট্রেন যাত্রীর ও পথচারী টাকা পয়াসা লুট করে নিয়ে পরে খুন করে হত্যার আলামত নষ্ট করার জন্য রেল লাইনের উপরে পেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। ট্রেনে কাঁটা পড়ার কারনে ময়না তদন্ত অনেক আলমত প্রমান নষ্ট হয়ে যায়। অপরদিকে অঙ্গান পার্টি, মলম পার্টি ও সংঙ্গবদ্ধ ছিন্তাইকারি চক্র চলন্ত ট্রেন থেকে নিরাপদ হিসাবে বেঁচে নিয়ে যাত্রীদের ব্যাগ ও টাকা পয়সা নিয়ে যাচ্ছে। রাতে ট্রেন নিরাপত্তার অভাবে ট্রেন চলাচলের সময় প্রায় দূর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। ট্রেনে কাঁটা পড়া ছাদ থেকে পড়ে মৃতে্যু হচ্ছে। ট্রেনে যাত্রীর টাকা ও ব্যাগ লুট করে ট্রেন থেকে ছুঁড়ে পেলার ঘটনা ও ঘটছে রেল পথে হত্য ও আত্মহত্যর ঘটনা প্রতিদিনের ঘটনা কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় মৃত্যু। এই ভাবে ট্রেন লাইনে ঘটছে নানা অঘটনা। রেল এর একাধিক সূত্রে জানায় ২৮০০ বেশি কিঃ মিঃ রেলপথ রয়েছে, আর ৪৫০ এর বেশি রেল ষ্টেশন রয়েছে এর মধ্যে ৪০-৪৫ টি রেল ষ্টেশন সি সি টিভির আওতায় আনা হয়েছে। অন্যগুলোতে এখনো সি সি টিভি নেই। এইসব রেল পথে আন্তনগর, মেল ট্রেন, ডেমু ট্রেন ও লোকাল একাধিক ট্রেন চলাচল করে। এই ছাড়াও ২ টি মৈন্ত্রী ট্রেন রয়েছে। একটি ট্রেনে ১০ থেকে ১৫ টি পর্যন্ত বগি লাগানো হয়। এইসব ট্রেনে যাত্রীদের নিরাপত্তা পর্যাপ্ত নয়। সূত্র আরো জানা যায় বর্তমানে রেলপুলিশ ২ টি জোন রয়েছে সেগুলা হচ্ছে ঃ চট্টগ্রাম ও সৈয়দপুর এই ২ টি জোনে ২ জন পুলিশ সুপার দায়িত্ব পালন করছে। চট্টগ্রামে জোনে ১২ টি রেল ও থানা ১৭ টি ফাঁড়ি ও ৪ টি সার্কেল রয়েছে। রেল পথে চলন্ত ট্রেনের নিরাপত্তা সারা দেশে পুলিশ আছে ২,৫০০ হাজার এর মধ্যে অফিস ডিউটি সহ অনেকে নানা কাজে ব্যস্ত থাকে যার কারনে নিরাপত্তা দেওয়া জনবল নেই। পুলিশের পক্ষ থেকে বলা হয় রেলের নিরাপত্তার জন্য কম পক্ষে ১০,০০০ পুলিশ কর্মকর্তা ও সদ্যস ধরকার বলে জানায়। কম জনবলের কারনে অনেকটা নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না। রেলের সূত্র জানায় রেলের নিরাপত্তা এখন হুমকির মূখে। রেল লাইনের দুই পাশে বাজার,বস্তি অবৈধ স্থাপনা এখন নিরাপত্তাহীন রয়েছে। এর পিছনে রেল এর অসাধু কর্মচারী নেতা ও এক শ্রেনীর কর্মকতা যোগসূত্র রয়েছে। পথে পথে প্রায় দূর্ঘটনা ঘটছে। রেল লাইনের ২ পাশে কোন নিরাপত্তার ব্যবস্থা নেই আলো ও প্রয়জোনীয় সি সি টিভি সহ নানা ব্যবস্থাপনার অভাব রয়েছে। গভির রাত্রে ঢাকা থেকে ট্রেন যাওয়ার পর টঙ্গী ও গাজীপুরের নির্জন পথে বা দেশের বিভিন্ন নির্জন রাস্তা দিয়ে ট্রেন যাওয়ার সময় প্রায় দূর্ঘটনা ঘটে শুধু একমাসের রেল লাইনের থেকে প্রায় ৮০ জনের লাশ উদ্বার করা হয়। এর মধ্যে ট্রেনে কাঁটা পড়া ৩৫ জন অন্যরা হত্যা সহ নানা কারনে মারা গেছেন ধারনা করা হচ্ছে। খোদ রাজধানী বনানী হতে বিশ্ব রোড পর্যন্ত প্রতিদিন ছিন্তাই হতেছে। ছিন্তাই শুধু ছিন্তাই বললে ভুল হবে বনানী থেকে বিশ্ব রোড পর্যন্ত রেললাইনের ২ পাশে জোড় কর্মী গাঞ্জা খোর, ইয়াবা খোর বিভিন্ন অপরাধ ও অসামাজিক কাজ করে থাকে। রেললাইনে লোকাল থানার পুলিশ আসিলে রেললাইন ধরে যারা হাঁটে তাদের পুলিশ আটকায় এবং তাদের চ্যাক করে যা পায় তা নিয়ে নেয়। আর্শ্চয বিষয় ঐখানে যৈান কর্মী থাকে তাদের কিছু বলে না। এই ব্যপারে রেললাইনের আশেপাশের লোকজন ও রেললাইনের যৈান কর্মীরা বলে শাহ-আলম (ফর্মা) প্রতিদিন রেললাইনে পুলিশ নিয়ে আপডালে বসে থাকে শিকারির মতো। কোন লোক যৈান কর্মী সাথে কথা বললে শাহ-আলম (ফর্মা) ঐ লোককে পার্কও করে তার যা আছে হাতিয়ে নেয় ক্যর্ন্টমেন্ট রেল ষ্টেশনের খলিলের চা দোকানে কয়েকজন ভদ্র লোক বলাবলি করিতাছে দেশটা মনে হচ্ছে মগের মূলক যারা অপরাধ ও অসামাজিক কাজ করে তারা ধারা-ছৌয়ার বাহিরে থাকে। ক্যর্ন্টমেন্ট থানার এস আই আনিস সাহেব যেদিন এই এলাকায় ডিউটি থাকে সেই দিন রেল লাইন নিরাপদ থাকে। রেললাইনে যৈান কর্মী, ছিন্তাই কারী চক্র অপরাধ যারা করে তখন তারা ঐ এলাকায় থাকে না। অপরাধ ও অসামাজিক কাজের সাথে যারা জড়িত তারা প্রতিদিন খবর রাখে এস আই আনিস সাহেবর ডিউটি কবে? এস আই আনিস সাহেবের মতো যদি সব পুলিশ হতো তাহলে এই এলাকায় কোন অপরাধ থাকতো না। সামান্য কিছু টাকার বিনিময় কাঠের চশমা চোখে দিয়ে পুলিশ ঘুরে বেড়ায়। অপরাধীরা পুলিশের সাথে খোশ গল্পে মেথে উঠে।
কিছুদিন আগে ক্যন্টম্যন্ট থানার পুলিশ কন্সেট্যাবল রেললাইনে দূর্ঘটনায় মারা যায়। কন্সেট্যাবল কি আত্মহত্য করছে? নাকি তাকে মেরে ফেলা হয়েছে তা এখনো জানা যায় নি। অনেক অনুমোদিত লেভেল ক্রেসিং এ র্গাড নেই আছে ৬০ থেকে ৭০ টি ক্রেসিং এ অরক্ষিত ঐসব যাগায় ঘেট ম্যান সময়মত থাকে না। অবহেলায় পড়ে থাকে ঘেট। আবার অনেকে তাড়াহুড়া করে ঘেট পার হতে গিয়ে দূর্ঘটনা পড়ে। রেললাইনের উপর দিয়ে অনেক অনুমদনহীন নতুন রাস্তা হয়েছে সেখান দিয়ে জনগন ও যানবাহন চলাচল করতে গিয়ে দূঘটনা পড়ে। এইসব কেসিং গুলা বিপদ জনক। অপরাধ বিশিষজ্ঞদের মতে রেললাইনের ২ পশে যুঁকি পূর্ন রেল এর ২ পাশে কাঁটা তারের বেড়া জনবসতি সচলে বৈদ্যতিক আলোর ব্যবস্তা করা সমস্ত রেল ষ্টেশন সি সি টিভির আওতায় আনা উদ্ধেগ নিলে নিরপত্তার যুঁকি কমবে বলে জনান তাঁরা। রেলপথ মন্ত্রলায়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন সাংবাদিক কে বলেন সারদেশের লেভেল ক্রেসিং গুলো আধুনিক ও নিরাপত্তা প্রাকল্প হাতে নেয়া হয়েছে। এর সিগনাল ব্যবস্থা ঠিক করা লেভেল ক্রেসিং মেরামত করা গেট ম্যন নিয়োগ সর্ম্পন করা। আশা করা যাচ্ছে চলতি মাসের মধ্যে ক্রেসিং লোক নিয়োগ সর্ম্পন করা হবে এছাড়া ও সারাদেশে নিরাপত্তা, রেললাইন ও রেলের নিরাপত্তা জোরধার করা হবে।