
নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকে দিচ্ছেন।
বুধবার বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা কয়েক শ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, নিরাপদ সড়কের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ আন্দোলনে নেমেছি। শিক্ষার্থীদের জন্য যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ হবে না, আমরা এ আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা সড়কে নেমেছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার একই দাবিতে আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় সড়কে বসে পড়েন। এতে সড়কের দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে যায় তবে শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকা বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে যাদের জরুরি প্রয়োজন রয়েছে তাদের ছেড়ে দেন। তাদের এ কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলে।