
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক নিশ্চিত করতে রাজধানীতে আবারো অভিযান শুরু করেছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। গাড়ির ফিটনেস, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করতে এ অভিযান শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার মহাখালীতে শুরু হওয়া এ অভিযানে বিকেল পর্যন্ত প্রায় অর্ধশতাধিক মামলা হয়। এ সময় ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান বলেন, ‘বাস স্টপ ছাড়া বাস থামানো ও যেখানে সেখানে যাত্রী উঠানো-নামানোর অভিযোগে এবং বেশ কিছু বাসের রুট পারমিটে সমস্যা থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’ বিআরটিএ থেকে জানানো হয়, অভিযানের কারণে সড়কে কিছুটা শৃঙ্খলা এসেছে। তবে এখনো গাড়ি চালকরা নির্ধারিত স্থানে যাত্রী নামাচ্ছেন না। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ীর বিরুদ্ধে অভিযান শুরু হয় বিভিন্ন স্থানে। যেখানে সেখানে গাড়ী থামিয়ে যাত্রী উঠানো-নামানোর অভিযোগে বেশ কিছু বাসকে জরিমানা করা হয়েছে।