নির্দিষ্ট পশুর হাটে আসা গরু জোর করে অন্য হাটে নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক : নির্দিষ্ট পশুর হাটে আসা গরু জোর করে অন্য হাটে নেওয়া যাবে না। এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে (ডিএমপি) পবিত্র ঈদুল আজহার নিরাপত্তা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, ‘ঢাকা শহরে অনুমোদিত ২৩টি পশুর হাটে থাকবে পুলিশের কঠোর নজরদারি। পশুবাহী ট্রাক যেখানে যেতে চাই তাকে সেখানে যেতে দিতে হবে। কোনো অবস্থায় বাধা দেওয়া যাবে না। প্রত্যেকটি ট্রাক তার গন্তব্য স্থানের নাম বড় করে ব্যানার বানিয়ে ট্রাকের সামনে ঝুলিয়ে দিবে। কোনোভাবেই এক হাটের পশু অন্য হাটে জোর করে নামানো যাবে না। আর নির্ধারিত হাসিলের অতিরিক্ত আদায় করা যাবে না। মোবাইল কোর্টের মাধ্যমে মনিটরিং করতে হবে। পুলিশের মানি এস্কর্ট ছাড়া কোনো নগদ টাকা বহন করা যাবে না। বাইরের ভ্রাম্যমাণ দোকান ও হকার হাট এলাকায় ঢুকতে পারবে না।’

কমিশনার বলেন, ‘প্রত্যেক গরু ব্যবসায়ী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। নগদ টাকা পুলিশের সহায়তায় নিজ অ্যাকাউন্টে জমা করবেন। আপনাদের টাকা নিরাপদে থাকবে। এ ছাড়া পশুর হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, মানি এস্কর্ট, জালনোট সনাক্তকরণ, কাঁচা চামড়া ক্রয় বিক্রয়কালে নিরাপত্তা ও অবৈধ পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। নিরাপত্তার অংশ হিসেবে পশুর হাটে থাকবে পর্যাপ্ত সংখ্যক সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ।