
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করতে ব্যর্থ হয়ে এখন নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল করছে।
শুক্রবার বিকেলে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে সড়ক নিরাপত্তা বিষয়ে শ্রমিক সমাবেশ ও এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেডের ঢাকা-ফেনী রুটে বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এনা ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, নির্বাচনকালীন সরকার বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই হবে। নির্বাচনকালীন সরকার সাংবিধানিকভাবেই কাজ করবে এবং সেভাবেই চলবে।’