নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ইংরেজি, কম্পিউটার আর নির্বাচনী আইন সম্পর্কে দক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ইংরেজি, কম্পিউটার আর নির্বাচনী আইন সম্পর্কে দক্ষ হতে হবে। কেননা বর্তমান বিশ্বে এ তিন বিষয়ে অভিজ্ঞদের অনেক চাহিদা রয়েছে।
ইংরেজি ভাষা শেখার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ প্রশিক্ষণ ইনস্টিটিউটে এমন ব্যবস্থা করতে হবে যেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারেন।
তিনি বলেন, আধুনিক এই ভবনের প্রশিক্ষণ কার্যক্রম যেন বিশ্বমানের হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
উদ্বোধন শেষে প্রধান নির্বাচন কমিশনার ভবন চত্বরে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ।