নির্বাচনী মাঠে জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাকির হোসেন

নিজস্ব প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে লাঙ্গল প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জাকির হোসেন মৃধা। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচার-প্রচারণার প্রস্তুতি।

জাতীয় পার্টি মনোনীত ঢাকা-১৮ আসনের এমপি প্রার্থী মোঃ জাকির হোসেনের নাম ইতোমধ্যে সর্বস্তরের মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভোটের মাঠকে উৎসবমুখর ও জমজমাট করতে ব্যাপক কর্মসূচি হাতে নিচ্ছে দলটি। জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা-১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত তুরাগ, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, খিলক্ষেত ও ভাটারা এলাকার ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ে শুরু হয়েছে নানামুখী উদ্যোগ। ইতোমধ্যে আলোচনা সভা, মতবিনিময় ও কর্মী সভার মাধ্যমে দলীয় ফোরামে প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, আগামী দিনে প্রচার-প্রচারণা আরও বেগবান হবে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন করবেন।