নির্বাচনী মাঠে ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড আছেঃ আতিকুল ইসলাম

এস,এম,মনির হোসেন জীবন : আসন্ন ঢাকা সিটি মেয়র নির্বাচনে গুলশানে এলাকায় বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী পোস্টার আমার চেয়ে বেশি লাগানো আছে। তাই নির্বাচনী মাঠে এখনও পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক আছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ভোটের দিন নির্ভয়ে যেন ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারে সে ধরনের পরিবেশ তৈরি করুন। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সাপোর্ট দিতে চাই। তিনি ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিন, আমরা আপনাদের একটি সুন্দর জীবন নিশ্চিত করব।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম এসব কথা বলেন। ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, একজন স্থানীয় সংসদ সদস্য আমাকে ফোন করে জানিয়েছেন গুলশান এলাকায় নাকি আমার পোস্টার কম এবং প্রতিপক্ষ মেয়র প্রার্থীর পোস্টার বেশি। এতেই প্রমাণ হয়, এখানে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমি প্রতিপক্ষ মেয়র প্রার্থীকে অনুরোধ করব আসুন আমরা অংশ গ্রহণ মূলক নির্বাচন করি।

ঢাকা নগরবাসির সকল ধরনের সমস্যা সমাধান করার অঙ্গীকার করে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যে অমানবিক জীবনযাপন করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই মুজিববর্ষেই আপনাদের যে সকল সমস্যা রয়েছে সে গুলো পর্যায়ক্রমে চিহিত করে সমস্যার সমাধান করা হবে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ২০১৮ সালে ডিএনসিসি উপনির্বাচনে আপনাকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। ঢাকা নগরবাসির উন্নয়নের স্বার্থে আবারও আপনারা ১লা ফেব্রæয়ারি মেয়র পদে নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন।

ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখতে চাই না, আমি জেগে থেকে কাজ করে যেতে চাই। আমি নির্বাচিত হলে আগামীতে আরও বেশি কাজ করবো,ইনশাআল্লাহ।
এসময় ঢাকা মহানগর আওয়ামী লীগের মহানগর উত্তর কমিটির সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর, গুলশান থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ, গুলশান ইয়ুথ ক্লাবের কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও এর সহযোগী অঙ্গ সংগঠন গুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাথে ছিলেন।