জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোট কী প্রক্রিয়ায় হবে, সেটি দ্রুত জানাবেন নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় হতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ভোটারের বয়স উল্লেখ করে তিনি আরও বলেন, নিজ প্রতীকে নির্বাচন করার সুযোগ এসেছে। নির্বাচনের দিন যাদের ১৮ হবে, তাদেরও ভোটের প্রক্রিয়ায় আনতে হবে।
সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা তার মন্তব্যে বলেন, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারে শুধু দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে বলা হয়েছে। শুরুতেই বিএনপির উপর এটি প্রয়োগ করে দেখাক ইসি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৭ দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


