নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে, এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং বাধা দিতে যা করণীয় তা করা হবে। আইনশৃঙ্খলাবাহিনী আইনের মধ্যে থেকে যা যা করা দরকার, তা করবে।
আজ রোববার (২১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, দ্রুতই যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হবে। বিভিন্ন দল যাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিচ্ছেন বা যারা স্বতন্ত্র প্রার্থী নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদন করছেন, তা তারা পূরণ করা হবে।
ইসি সানাউল্লাহ আরও বলেন, অভিযান চলমান আছে। সামনে আরও অভিযান চলবে। ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত অ্যাভারেজে ২০০০ জন গ্রেপ্তার হচ্ছে। তিনি বলেন, আমরা মানবিক হব তাদের প্রতি যারা মানবিক। যারা দস্যুতা করতে চায়, তাদের প্রতি আমরা মানবিক হব না। আমাদের ম্যাসেজ ভেরি ক্লিয়ার, নির্বাচনি পরিবেশ ঠিক রাখতে যা করণীয়, তা করা হবে।
এই নির্বাচন কমিশনার বলেন, আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে অন্যান্যবারের চেয়ে এবারের চিত্রটা বেশি ভালো। যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, তাদের টার্গেট কিন্তু শহর এলাকা। চোরাগোপ্তা হামলা হচ্ছে, যারা হেরে যায় তাদের একটা কৌশল। এসব ঘটিয়ে কেউ যেন পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ইসি সচিব আখতার আহমেদ, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, আনসার ও ভিডিপির মহাপরিচালক, সেনাবাহিনীর প্রধানের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত আছেন।


