নির্বাচনে অনিয়মের অভিযোগে দেশব‌্যাপী প্রতিবাদ কর্মসূচি দিয়েছে বিএনপি

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগে দেশব‌্যাপী প্রতিবাদ কর্মসূচি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার সারা দেশে জেলা ও মহানগরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটির নেতা-কর্মীরা।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘তিন সিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম, অনাচার, ভোট জালিয়াতি ও ভোট সন্ত্রাসের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে।’