নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ আনলেন রিপাবলিকান পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।

নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনে কারচুপি হচ্ছে। ভোটমেশিনে লোকজন রিপাবলিকান প্রার্থীর পক্ষে ভোট দিলেও তা ডেমোক্রেটিক প্রার্থীর পক্ষে কাউন্ট হচ্ছে।’

পেনসিলভানিয়ার বাটলার কাউন্টি ও লেবানন কাউন্টিতে মেশিনে সমস্যা করছে এবং সেখানে রিপাবলিকান ভোট ডেমোক্রেটিকে পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন খবর প্রচার হওয়ার পর ট্রাম্প এ অভিযোগ করেন। তা ছাড়া, উটাহর একটি কাউন্টিতে ৭৫ শতাংশ মেশিন সুইচ অন করা যাচ্ছে না, এমন অভিযোগও ট্রাম্পের কাছে আসে।

ট্রাম্প আরো অভিযোগ করেন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

ট্রাম্পের এমন অভিযোগে অনুমান করা হচ্ছে যে, নির্বাচনে পরাজিত হলে ফলাফলকে চ্যালেঞ্জ করতে পারেন তিনি।

সূত্র : ডেইলি মেইল