আন্তর্জাতিক ডেস্ক : হিলারি ক্লিনটন বলেছেন, নির্বাচনে জিতলে তার মন্ত্রিসভায় থাকবেন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি বলেছেন, ‘মিশেল যদি কখনো সরকারের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে তিনি হবেন আমার সবচেয়ে ভালো পার্টনার।’
সোমবার মিশেল ওবামা সম্পর্কে হিলারি খোলামেলা কথা বলেছেন। এক্সট্রাটিভিকে হিলারি বলেছেন, ‘মিশেল পরিষ্কার করেছেন, বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করতে চান তিনি। উইন্সটন-সালেমে (নর্থ ক্যারোলাইনা রাজ্যের একটি কাউন্টি) তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যদি কখনো সরকারের সঙ্গে যুক্ত হন, তাহলে তিনি হবেন আমার জন্য সবচেয়ে ভালো পার্টনার।’
এক্সটাটিভির এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, ‘আমার মনে হয়, তিনি এ কাজ (সরকারি কাজ) থেকে বিরতি চাইছেন। কিন্তু তিনি যদি কখনো সরকারের সঙ্গে আসতে চান, তাহলে তার সঙ্গে আমি থাকব।’
হিলারির নির্বাচনী প্রচারের শেষ ধাপে এসে দারুণ চমক দেখিয়েছেন মিশেল ওবামা। তিনি যেসব সমাবেশে যোগ দিয়েছেন, সেসব স্থানে প্রচুর জনসমাগম হয়েছে। হিলারি আশাবাদী, তার সরকারের মিশেলকে পাবেন তিনি।
এদিকে, রোববার প্রেসিডেন্ট বারাক ওবামা তার স্ত্রী সম্পর্কে বলেছেন, মিলেশ কখনো প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না। কিন্তু মিশেল যদি হিলারির সরকারে থাকেন, তবে সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
মিশেল ও হিলারির মধ্যে সম্পর্ক হলো- তারা দুজনই যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি। বর্তমান প্রেসিডেন্ট ওবামার স্ত্রী মিশেল আর প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি। এবার এবার ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। নির্বাচনে জিতলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে হিলারির প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তে এসে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।