
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য গত দুই দিন ওয়ার্কার্স পার্টির ৩২ প্রার্থী মনোনায়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১৪ নভেম্বর) পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সচিব আনিসুর রহমান মল্লিক প্রার্থীদের দলীয় মনোনায়ন প্রদান করেন। এ সময় বোর্ডের সদস্য কামরুল আহসান পার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক ড. শুশান্ত দাস তাকে সহায়তা করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল, ইকবাল কবির জাহিদ, অ্যাড. মোস্তফা লুৎফল্লাহ, অ্যাড হফিজ, অ্যাড ফিরোজ আলম, আব্দুল মজিদ, ইব্রাহীম খলিল, হাজী বশির, আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, অধ্যাপক ইয়াসিন আলী এমপি, টিপু সুলতান এমপি, গোলাম নজব পাওয়ার চৌধুরী, মাসুকুল হক মুরাদ, হিমাংশু সাহা প্রমুখ রয়েছেন।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির ৩২ ও একজন সমর্থিত প্রার্থীসহ মোট ৩৩ জন অংশ নেবেন।