নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে : ইইউ প্রতিনিধি দল

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা।

রোববার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা বলেন তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচনের খোঁজ-খবর রাখতে এবং সরেজমিন দেখতে তাদের একটি ছোট দল নির্বাচনকালে বাংলাদেশে অবস্থান করবে বলে জানান তারা।

প্রতিনিধি দলের প্রধান বৃটিশ রক্ষণশীল দলের সদস্য রুপার্ট ম্যাথিউস বলেন, ইইউ পার্লামেন্ট মনে করে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। এ জন্য ইইউ নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না। সাধারণত ইইউ থেকে সেসব দেশেই নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হয়, যেখানে নির্বাচন নিয়ে সহিংসতামূলক কর্মকাণ্ড, ভোট কারচুপিসহ বিভিন্ন নেতিবাচক বিষয়ের আশঙ্কা থাকে। কিন্তু বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা অর্জন করেছে এবং প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে -এমন ধারণা তাদের কেন হলো জানতে চাইলে ম্যাথিউস বলেন, তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ব্যাপকভাবে কথা বলে অবশেষে এই সিদ্ধান্তে এসেছেন।

তিনি বলেন, আমরা এখানে নির্বাচন ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, সামাজিক অবস্থা, নারী ক্ষমতায়ন এবং সংখ্যালঘুদের বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি। আমরা দেখেছি এসব ক্ষেত্রে বাংলাদেশ অসামান্য উন্নতি করেছে।

পর্তুগিজ পার্লামেন্টের সদস্য জ্যঁ পেদ্রো গুইমারেস গনক্লেভস বলেন, পর্তুগাল এবং বাংলাদেশ উভয়েই গণতান্ত্রিক দেশ। কিন্তু বাংলাদেশ নিয়ে সেখানে কিছু ভুল ধারণা আছে। এই সফরটি বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা দূর করেছে। আমরা দেখেছি, যে এ দেশ সত্যিই আশ্চর্যজনক।

তিনি বলেন, বিশ্বকে ইতিবাচক বাংলাদেশ দেখানোর উদ্যোগ নিতে হবে, যে দেশটি শিল্প স্থাপনের জন্য একটি ভালো উদাহরণ। বাংলাদেশ এমন একটি চমৎকার দেশ যা সত্যিকারভাবে মানবাধিকারকে সম্মান করে এবং এখানকার শ্রমিক ও কারখানাগুলো বিশ্বমানের হয়ে উঠেছে।

ইইউ সংসদীয় কমিটির ৭ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, বৃটেন থেকে নির্বাচিত রুপার্ট ম্যাথিউস, ইতালির ফ্লুভিও মার্টুসসিলেও, অ্যালবার্টো সিরিও, পর্তুগালের জোয়াও পেদ্রো গুইমারেস গনসালভ পেরেরা, সান্দ্রা ক্রিস্টিনা ডি সিকুইরাস পেরেরা ও সুসান গুদ্রো, ফ্রান্সের লরা ডি সিলভা এবং ইউরোপীয় অর্থনৈতিক ও সামাজিক কমিটির সদস্য বৃটেনের মাদি শর্মা।

সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের সদস্যরা আরও বলেন, বাংলাদেশিদের তাদের দেশের অসাধারণ অগ্রগতিতে গর্ব করা উচিত এবং বিশ্বকে বাস্তব বাংলাদেশ দেখানোর জন্য কাজ করা উচিত। তারা আরও বলেন, এদেশের উন্নয়ন প্রত্যক্ষ করলে অবাক হতে হয়। আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর জন্য রোল মডেল।

প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের মানুষকে যে কোনো মূল্যে এখানকার উন্নয়নের ধারা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষার আহ্বান জানান। কারণ বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে, কিভাবে একটি খুবই জনবহুল দেশ অল্প সময়ে তার গণতান্ত্রিক মূল্যবোধের কারণে এগিয়ে গেছে।

তারা বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশে সুউচ্চ ভবনগুলো তাদের বিস্মিত করেছে এবং দেশ সম্পর্কে তাদের কুধারণা পরিবর্তন করেছে।