নির্বাচন কমিশনের (ইসি) প্রতি মানুষের আস্থা আছে, সব ভয় কেটে যাবে– এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার পোস্টাল ভোটের ব্যালট ও আনুষাঙ্গিক প্রস্তুতের জন্য নিয়োগ করা সংস্থা তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনের (ইসি) প্রতি মানুষের আস্থা আছে, সব ভয় কেটে যাবে– এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার পোস্টাল ভোটের ব্যালট ও আনুষাঙ্গিক প্রস্তুতের জন্য নিয়োগ করা সংস্থা তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশবাসী নির্বাচন চায়। ইসির প্রতি মানুষের আস্থা আছে। সব ভয় কেটে যাবে। ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিচ্ছেন। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে করা হচ্ছে।
তিনি বলেন, বিগত ৩ নির্বাচনের আস্থাহীনতা কাটবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে। বর্তমান পরিস্থিতি ভোট উৎসবে বাধা নয়। ভোটের দিন যত এগিয়ে আসবে আইনশৃঙ্খলা ভালো হবে।
সিইসি বলেন, বিশ্বে পোস্টাল ভোট মডেল হয়ে থাকবে। যত দিন যাবে, সিস্টেম তত উন্নততর হবে। পোস্টাল ব্যালটের নিবন্ধন নিয়ে ইসি সন্তষ্ট। আরও নিবন্ধন হলে সন্তুষ্টি আরেও বাড়বে।
পোস্টাল ব্যালটে যেখানে অসুবিধা হয়েছে,সাইবার অ্যাটাক হয়েছে এক্সপার্টরা সমাধান করেছেন বলেও জানান তিনি।


