
এম এ হান্নান, বেড়া (পাবনা) প্রতিনিধি: নির্বাচন কমিশন সম্প্রতি পাবনা-১ আসনের সীমানা পরিবর্তন করে সাঁথিয়া উপজেলাকে পুরোপুরি পাবনা-১ এ অন্তর্ভুক্ত এবং সুজানগর উপজেলার সঙ্গে বেড়া উপজেলাকে যুক্ত করে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে।
এই ঘোষণার প্রতিবাদে বেড়াবাসী দলমত নির্বিশেষে আন্দোলনে নেমেছেন। তাদের দাবি—আগের মতোই সাঁথিয়া ও বেড়া আংশিক মিলিয়ে পাবনা-১ রাখতে হবে, অথবা বেড়া উপজেলাকে স্বতন্ত্র একটি আসন ঘোষণা করতে হবে।
বেড়ার বাসিন্দারা অভিযোগ করছেন, স্বাধীনতার পর থেকে মাওলানা মতিউর রহমান নিজামী ব্যতীত পাবনা-১ থেকে নির্বাচিত প্রায় সব এমপিই বেড়া এলাকা থেকে নির্বাচিত হয়েছেন এবং অধিকাংশই মন্ত্রী হয়েছেন। তাই এ গুরুত্বপূর্ণ এলাকা থেকে জনগণকে বঞ্চিত করা ‘বিনা মেঘে বজ্রপাতের মতো’।
গত তিন দিন ধরে বেড়ার সিএনবি বাসস্ট্যান্ড, বেড়া বাজার, ফকিরের মোড়, হাটুরিয়া বাজার, মোহনগঞ্জ ও নাকালিয়া বাজারে শান্তিপূর্ণ মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং রবিবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
বেড়াবাসীর পক্ষের নেতারা ঘোষণা দিয়েছেন—দাবি বাস্তবায়িত না হলে তারা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবেন এবং প্রয়োজনে আইনি লড়াইয়েও যাবেন।