নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে : জুয়েল

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ফ্যাসিবাদমুক্ত দেশে নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। ভোটাররা ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। এদিকে অনেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর পাইলট হাই স্কুল মাঠে এক শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘দীর্ঘ আন্দোলনের পর দেশ ফ্যাসিবাদ সম্পৃক্ত হয়েছে। দেশে জাতীয় নির্বাচন জরুরি হয়ে পড়েছে। কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে।শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেনসহ সব ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।