নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের সমন্বয়ক শরিফ ওসমান বিন হাদীর ওপর হামলার পর গতকাল উত্তরা এলাকায় এক ‘জুলাই যোদ্ধা’ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। এভাবে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যুবদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। সাজ্জাদুল মিরাজ বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে লড়াই করেছি, তা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র চলছে।” তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে মানুষ যদি নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তাহলে জনগণের রায়েই বিএনপি সরকার গঠন করবে।”

যুবদলের উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণে সংগঠনের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির উদ্যোগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সকাল থেকেই সম্মিলিত পেশাজীবী পরিষদ, আইনজীবী ফোরাম, ড্যাব, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাসসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।