নিজস্ব প্রতিবেদক : পরবর্তী জাতীয় নির্বাচন ও রূপকল্প-২০৪১ কে সামনে রেখে আওয়ামী লীগ ঘোষণাপত্র চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘোষণাপত্র উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শেখ সেলিম বলেন, বরাবরের মতো এবারও মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। বিশ্বের কারো কাছে মাথানত না করে, নিজের পায়ে দাঁড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুস্পষ্ট ঘোষণা থাকবে আওয়ামী লীগের ঘোষণাপত্রে।
আগামী ২২ থেকে ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ২০তম জাতীয় সম্মেলন হবে।
ঘোষণাপত্র উপ-কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আহমেদ হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।