
ঠিকাদারকে মারধর এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ায় এস এম পারভেজ (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া যুবলীগ নেতা আগ্রাবাদ সিজিএস কলোনির আবুল কাশেমের ছেলে।
চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার পারভেজ ডবলমুরিং থানার ৭ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আরও ৬টি মামলা রয়েছে।
এ প্রসঙ্গে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে ঠিকাদারকে মারধর ও একজন প্রকৌশলীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার ঘটনায় এস এম পারভেজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নির্বাহী প্রকৌশলী হাসান ইবনে কামালের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি।