নির্বিগ্ন শারদীয় দুর্গা পুজাটি সম্পন্ন করারই হচ্ছে আমাদের মুল লক্ষ

অপূর্ব দেব:- চট্টগ্রাম রেন্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়ের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুজা উদযাপন পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।পুলিশ সুপারের কার্যালয়ে গত সোমবার বিকালে।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন,অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) বিল্লাল হোসেন, জেলা পজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন। উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বৈদ্য, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সব্যসাচী পাল,আনন্দময়ী কালীবাড়ি ট্রাষ্টি বোর্ডের সভাপতি অরুপ রায়,কাল ভৈরব মন্দির কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য,ভাদুঘর সাহা পাড়া মন্দির কমিটির সাধারন সম্পাদক সুমন সাহা,রঘুনাথ জিউর দুর্গা মন্ডপ কমিটির সাধারন সম্পাদক সন্তোস ঘোষ,রামরাইলের পরিতোষ দেব নাথ প্রমুখ।সভায় প্রধান অতিথি বলেন,নির্বিগ্ন শারদীয় দুর্গা পুজাটি সম্পন্ন করারই হচ্ছে আমাদের মুল লক্ষ। পুজা মন্ডপ হচ্ছে পবিত্র স্হান এখানে উশৃংখলতার সুযোগ নেই।আমরা সবাই মিলে মিশে এ পুজাটি সম্পন্ন করতে চাই।পুজায় পুজায় সকল মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক রাখার জন্য সকলের অনুরোধ জানান।এছাড়াও সভা শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন।