 
		  নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থানা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আক্কাস আলী (২৬) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় মিরপুর ২ নম্বরের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। আক্কাসের বাবার নাম শামস উদ্দীন। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
নিহতের সহকর্মী আবুল কাশেম জানান, নির্মাণাধীন ছয়তলা ভবনের দ্বিতীয়তলার বাহিরের অংশে কাজ করছিলেন আক্কাস। হঠাৎ সেখান থেকে তিনি নিচে পড়ে গেলে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



 
			 
			 
			 
			