বিনোদন ডেস্ক : বলিউডের গুণী নির্মাতা করণ জোহর। নির্মাতা হিসেবে সফলতা পেলেও প্রেম করে ব্যর্থ হয়েছেন তিনি। তাও একবার নয়, তিন তিনবার প্রেমে ব্যর্থ হয়েছেন এই নির্মাতা। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে করণ জোহর বলেন, ‘আমার সিনেমাগুলো ১০০ ভাগ সফল। কিন্তু প্রেমের সমীকরণে আমি ১০০ ভাগ ব্যর্থ। আমি যাদের প্রেমে পড়েছি, তাদের কেউ আমার প্রেমে পড়েনি। তিনটি মেয়েকে ভালোবাসতাম কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছে। এমনকি সেগুলো প্রেম পর্যন্তও গড়ায়নি। এগুলো এক তরফা প্রেম ছিল।’
তিনি আরো বলেন, ‘আমি ভুল মানুষকে পছন্দ করেছিলাম। খুব খারাপ লাগে যখন ব্যর্থ প্রেমের কথা মনে পড়ে। ৪৪ বছর বয়সেও আমি একা, জীবনের বেশিরভাগ সময়ই একা কাটিয়েছি। এখন সবাই আমাকে খুব চাপ দিচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি উপযুক্ত কাউকে খুঁজে এনগেজ হয়ে যাই। আর সেই চেষ্টাই করছি।’
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমা নির্মাণের সময় রণবীর কাপুর বলেছিলেন, এই সিনেমাটি করণ জোহরের জীবনের উপর নির্মিত হয়েছে। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠেছে তবে কি করণ তার ব্যর্থ প্রেমের অনুভূতি থেকেই এই সিনেমাটি নির্মাণ করেছেন।