নির্মিত হচ্ছে সাকিবের বায়োপিক

ক্রিকেটারদের বায়োপিক এখন উপমহাদেশে বেশ প্রচলিত। এর আগে অনেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। পিছিয়ে নেই বাংলাদেশও। সিনেমায় দেখার সুযোগ আসছে নিজ দেশের তারকা ক্রিকেটারের জীবনী।

শীঘ্রই আসছে বাংলাদেশ ক্রিকেটের মধ্যমণি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ‘বায়োপিক’। শনিবার (২০ মার্চ) ক্রিকফ্রেনজি লাইভে একথা নিজেই জানিয়েছেন সাকিব আল হাসান।

তিনি আরো জানান, গল্প বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল, কাজও শুরু হওয়ার কথা ছিল তাড়াতাড়ি। কিন্তু করোনা মহামারীর কারণে এ ‘বায়োপিক’র কাজ স্থগিত করা হয়েছে। আশা করি যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকে আবারো শুরু করতে পারব। যদিও এটা করতে কিছুটা সময় লাগবে।’

কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না বায়োপিকে সাকিব ও তার পত্নী শিশিরের ভূমিকায় কারা অভিনয় করবে। তবে শিশিরের সাথে চেহারার মিল থাকায় সব ভিক্তরাই তার ভূমিকায় দেখতে চেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।

অপরদিকে সাকিবের ভূমিকায় ইয়াশ রোহান ও জিয়াউল রোশানের ভোটই বেশি পড়েছে।

রোহানের সঙ্গে সাকিবের চেহারা ও কণ্ঠে বেশি মিল থাকায় ভোটের পাল্লাটা খানিক তার দিকে ঝুঁকে আছে। তবে রোশান নিজেও ক্রিকেট ভালো খেলেন তাই তার নামটিও ঘুরে ফিরে আসছে।