নিলয় নীল হত্যার দুবছর পূর্ণ হলেও এখন পর্যন্ত তদন্ত শেষ হয়নি

আইন-আদালত ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যার দুবছর পূর্ণ হলেও এখন পর্যন্ত তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ না হওয়ায় মামলার বিচার থমকে আছে।

দুবছর আগে ২০১৫ সালের এই দিনে নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন নিলয়। দুবছর ধরে তদন্ত করেও হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি ডিবি পুলিশ। আর এই হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত ঘাতকদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।

ডিবি পুলিশের তদন্তে কয়েকজন ঘাতকের ‘সাংগঠনিক ও ছদ্মনাম’পাওয়া গেলেও তাদের প্রকৃত নাম-ঠিকানা এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি। আর মামলার প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত আদালতে বেশ কয়েকটি ধার্য তারিখ পার হয়েছে।

এদিকে তদন্তে অগ্রগতি না থাকায় অনেকটা হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী নিলয়ের স্ত্রী আশা মণি।

সর্বশেষ গতকাল রোববার (৬ আগস্ট) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ১৭ সেপ্টেম্বর ধার্য করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী বলেন, এখন পর্যন্ত মামলাটিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার দেওয়া স্বীকারোক্তিতে কিছু সাংগঠনিক ও ছদ্মনাম এসেছে। আমরা ওই সব আসামিকে শনাক্ত করার পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই পর্যাপ্ত তথ্য-প্রমাণ হাতে না পাওয়া পর্যন্ত চার্জশিট প্রস্তুত করা যাচ্ছে না।

তিনি বলেন, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা ইতোপূর্বের অন্যান্য হত্যাকাণ্ডের মতো এক্ষেত্রে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। আসামির স্বীকারোক্তি ও তদন্তে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ২০১৫ সালে সবচেয়ে বেশি ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব হামলা এত বেশি নিখুঁতভাবে হয় যে ঘাতকদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ফেব্রুয়ারিতে বিজ্ঞানমনস্ক লেখক ব্লগার অভিজিৎ রায়, মার্চে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, মে মাসে ব্লগার অনন্ত বিজয় দাশ ও আগস্টে ব্লগার নিলয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের আগে হুমকি ও হত্যার পর আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দা, আনসার আল ইসলামসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়। এসব হত্যাকাণ্ডের মধ্যে শুধু ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার বিচারকাজ শুরু হয়েছে। অপর মামলাগুলোর কোনো কিনারা হয়নি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ে ভাড়া বাসায় খুন হন ব্লগার নিলয়। ওই দিন সকালে বাজারে যান নিলয়। বাজার করে দুপুরে বাসায় ফেরেন তিনি। বেলা ১টার দিকে ল্যাপটপ নিয়ে বেডরুমে বসেন। ১টা ১০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি দরজায় নক করলে তা খুলে দেন নিলয়ের স্ত্রী আশা মণি। দরজা খুলে দেওয়ার পর অজ্ঞাত ওই ব্যক্তি বলে, বাড়িওয়ালার সঙ্গে কথা বলে সে বাড়ি ভাড়া নিতে এসেছে। এরপরই ঘরে ঢুকে এদিক-সেদিক দেখে আর মোবাইলে কথা বলতে থাকে। তার গতিবিধি সন্দেহ হলে নিলয়কে ওই অজ্ঞাত ব্যক্তিকে বের করে দেওয়ার কথা বলেন আশা মণি। নিলয় দরজার সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তিকে বাড়িওয়ালার সঙ্গে কথা বলার কথা বলা মাত্রই আরও তিন অজ্ঞাত ব্যক্তি ঘরে প্রবেশ করে।

দুর্বৃত্তরা আশা মণি ও বেড়াতে আসা তার ছোট বোন তন্নীকে পৃথক দুই বারান্দায় আটকে রাখে। এরপর ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নিলয়ের মৃত্যু নিশ্চিত করে ১টা ২০ মিনিটের মধ্যে চলে যায়। চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা নিলয়ের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে যায়। পুরো কিলিং মিশন শেষ করতে চার দুর্বৃত্ত সময় নিয়েছে মাত্র ১০ মিনিট। ঘটনার সময় বারান্দায় বন্দি আশা মণি অনেক চিৎকার করলেও তখন কেউ এগিয়ে আসেনি। ওই ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

মামলা সম্পর্কে নিলয়ের স্ত্রী আশা মণি বলেন, মামলাটি প্রশাসনের হাতে, তারাই দেখছেন। আর আমি কিছুদিন দেশের বাইরে থাকার কারণে মামলার বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর তারাও আমার সঙ্গে তেমন যোগাযোগ করেনি। যিনি চলে গেছেন তিনি তো আর ফিরে আসবেন না। তবে আমরা মামলার সুষ্ঠু বিচার চাই।

তিনি বলেন, ব্লগার হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিকভাবে সবাই দেখছে। এ ধরনের হত্যাকাণ্ড নতুন কিছু নয়। একের পর এক অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু কোনোটার বিচার দেখতে পাচ্ছি না। বিচার হলে পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটত না। বিচার না হওয়ায় দুর্বৃত্তরা একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে গেছে। আমরা আশা করি, সরকার এর বিচার করবে। আমাদের কিছু করার নেই। তবে বিচার হলে আমরা শান্তি পাব।

তিনি আরও বলেন, মাত্র ৫ থেকে ৭ মিনিটে কিলিং মিশনটি শেষ করে হত্যাকারীরা। হত্যাকাণ্ডের সময় আমি কয়েকজন খুনিকে দেখেছি। কিন্তু ওই সময় আমার মাথায় কোনো কিছুই কাজ করেনি। প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে তাদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আর যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা যদি দোষী হয় তাহলে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আর একান্তভাবে জড়িতদের সূক্ষ্মভাবে বিচার চাই। আর কোনো মানুষ খুন হোক সেটা চাই না। অপরাধীদের আইনের আওতায় এনে মামলাটির বিচার যেন দ্রুত শেষ হয় সে আশা ব্যক্ত করেন তিনি।

পিরোজপুর জেলার সদর থানার চলিশা গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে নিলয়। তিনি একজন এনজিও কর্মীর পাশাপাশি ব্লগে নিয়মিত লেখালেখি করতেন এবং গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ানের এক বাসায় (এপি-বাসা নং-১৬৭, রোড নং-৮, ৫ম তলা) দুই বছর ভাড়াটিয়া হিসেবে ছিলেন।

এদিকে এ মামলায় গ্রেপ্তার আট আসামির মধ্যে খায়রুল ইসলাম, কাওসার হোসেন ও মো. কামাল হোসেন কারাগারে রয়েছে। বাকি পাঁচ আসামি সাদ আল নাহিদ, মো. তারিকুল ইসলাম, মো. মাসুদ রানা, মাওলানা মুফতি আবদুল গাফফার ও মো. মর্তুজা ফয়সাল শাকিব জামিনে আছে। আসামিদের মধ্যে এবিটির আইটি এক্সপার্ট (বিশেষজ্ঞ) খায়রুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।