নিষিদ্ধ বলিউড অভিনেত্রী গওহর খান

করোনা বিধি নিষেধ না মানায় নিষিদ্ধ হলেন বলিউড অভিনেত্রী গওহর খান। করোনা বিধি লঙ্ঘন করায় ২ মাসের জন্য এ অভিনেত্রীকে নিষিদ্ধ করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লইজ (এফডাব্লিউআইই)। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও শুটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে এ অভিনেত্রীর বিরুদ্ধে বৃহন্মুম্বাই পৌরসভার পক্ষ থেকে মামলা দায়ের করে বিএমসি। তবে অভিযোগ অস্বীকার করেন এই অভিনেত্রী।

 

টুইটারে বিএমসি বলেন, করোনার অবস্থা আবারও ভয়াবহ হচ্ছে। শহরের নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপস করা যাবে না। বলিউডের এক অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কারণ, তিনি করোনার স্বাস্থ্যবিধি মানেননি। নিয়ম সবার জন্যই সমান। তাই সকলকে নিয়ম মানার অনুরোধ করা হচ্ছে। এই ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে।