নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৩৭ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বুধবার সকালে অভিযান চালিয়ে ওই সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট ১৮৫ কার্টনে ছিল। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য ১৪ লাখ ৮০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা কুয়েত থেকে আগত যাত্রী মোহাম্মদ আবু আল হসেনের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৩৭ হাজার শলাকা সিগারেট জব্দ করে। এ সকল সিগারেট ৩টি ব্যাগে লুকায়িত ছিল। সিগারেটগুলো ডানহিল, ইজি লাইট ও মন্ড ব্র্যান্ডের।
সূত্র জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যাতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।