নিষেধাজ্ঞার পরও অবাধে চলছে পলিথিনের ব্যবহার

কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ হলেও বাস্তবে চিত্র ভিন্ন। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই রাজধানীর বিভিন্ন বাজারে অবাধে চলছে পলিথিনের ব্যবহার।

শুক্রবার (১ নভেম্বর) থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের ঘোষণা দেয় পরিবেশ বন ও জলবায় মন্ত্রণালয়। দেশের বিভিন্ন জায়গায় চালানো হয় সচেতনতামূলক প্রচার কার্যক্রম। মন্ত্রণালয় বলেছে, এই নির্দেশ যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। অথচ আজ ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অবাধে চলছে পলিথিনের ব্যবহার।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধ এবং বিকল্প ব্যাগের পর্যাপ্ত সরবরাহ করা না হলে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব হবে না। বেশ কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন অঞ্চলে এ বিষয়ে প্রচার চালিয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে অভিযান পরিচালনার কোনো খবর জানা যায়নি।

এর আগে, গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন বলা হয়– কোনো সুপারশপ যদি পলিথিন ব্যাগ ব্যবহার করে, তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।