নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর কারখানায় অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
শনিবার দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, এই দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ করে দেওয়া হবে। আহতের চিকিৎসার বিষয়ে সরকার সহায়তা করবে।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিসিক শিল্পনগরীতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহিৃত করা হবে।
আজ ভোরে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অনেকে