নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা

নিউইয়র্ক: বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে দিদারুলের পরিবারের হাতে সম্মাননা স্বরূপ একটি ক্রেস্ট তুলে দেন তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নিহত দিদারুল ইসলামের বাবা-মা, দুই ছেলে, ভাই, বোন, ভাতিজা ও চাচা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন এনসিপি নেতারা আখতার হোসেন ও ডা. তাসনিম জারা।

প্রফেসর ইউনূস বলেন, “ঘটনা শুনে আমি হতবাক হয়েছিলাম। টিভিতে তার শেষ বিদায়ে মানুষের ঢল দেখে মনে হয়েছে, অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে।”

পরিবার জানায়, দিদারুল ইসলাম ২০২১ সালে নিউইয়র্ক পুলিশে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে দায়িত্ব পালন করছিলেন। তার দুটি সন্তান রয়েছে। গত ২৮ জুলাই ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউ এলাকায় এক বন্দুকধারীর হামলা ঠেকাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।