
আল-আমিন, নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডে নিহত শ্রমিক হাবিবুর রহমানের পরিবারকে আবারও ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি নিহত হাবিবুরের পরিবারকে মোট ৭ লাখ টাকা সহায়তা প্রদান করেছে।
বৃহস্পতিবার এ অর্থ সহায়তা হাবিবুরের পরিবারের হাতে তুলে দেন এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মি. ফেলিক্স ওয়াই.সি. চ্যাং। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর নির্বাহী পরিচালক (ইডি) মোহাম্মদ আব্দুল জব্বার, এভারগ্রিনের প্রশাসন ও সহায়তা ইনচার্জ মি. লি তাই পেং এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম উদ্দিন।
এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, “এভারগ্রিন ২০১০ সালে উত্তরা ইপিজেডে যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ১০ হাজার শ্রমিক এখানে কাজ করছেন, যাদের মধ্যে ৮০ শতাংশ নারী। আমরা বিশ্বমানের উইগ, চুলের টুকরো, ব্রেইড এবং এক্সটেনশন পণ্য উৎপাদন করছি।”
তিনি আরও বলেন, “নীলফামারীর ইপিজেডে শ্রমিক ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সংঘর্ষে হাবিবুর রহমানের মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। কোম্পানির পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো তার পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দিয়েছি এবং আহত শ্রমিকদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভারও বহন করছি। পাশাপাশি প্রতিবছর ৬৫ বছরের ঊর্ধ্বে অসহায় বৃদ্ধদের মাঝে চাল বিতরণে আমরা প্রায় ১ কোটি টাকা ব্যয় করে থাকি।”
বেপজার নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, উত্তরা ইপিজেডে বর্তমানে ৩৩টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ২৬টি চালু আছে। এখানে চীন, হংকং এবং যুক্তরাজ্যসহ ১৭ জন বিদেশি বিনিয়োগকারী ২২৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। সর্বমোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৫.৯ মিলিয়ন মার্কিন ডলার। প্রায় ৩৫ হাজার শ্রমিক এখানে কর্মরত আছেন, যার মধ্যে ৭৫ শতাংশ নারী।
তিনি আরও বলেন, “উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে উত্তরা ইপিজেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, এবং আরও নতুন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।”
উল্লেখ্য, নিহত হাবিবুর রহমান নীলফামারীর উত্তরা ইপিজেডের ইকু ইন্টারন্যাশনাল নামক একটি বুনন কারখানার কর্মী ছিলেন। সম্প্রতি শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধকে কেন্দ্র করে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে তিনি নিহত হন।