নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক ও হাড়িনাল পশ্চিমপাড়া এলাকায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে নিহত সন্দেজভাজন ৯ জঙ্গির মধ্যে ছয়জনের পরিচয় মেলেনি।
তাদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। নিহতদের মধ্যে তিনজনের নাম র্যাব-পুলিশ সূত্রে পাওয়া গেছে।
এ ছাড়া রোববার সকাল পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, পাতারটেকে পুলিশের অভিযানে সাত জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে আকাশের পরিচয় পাওয়া গেলেও অপর ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আকাশ নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার ছিলেন। তার পুরো নাম ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত। বাকিদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে শনিবার রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
রেজাউল হাসান জানান, ওই ঘটনায় এখনও (রোববার সকাল সাড়ে ৯ টা) থানায় কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে একইদিন (শনিবার) হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান এলাকায় আতাউর রহমানের বাড়িতে র্যাবের অভিযানে নিহত দুইজনের নাম তৌহিদুল ও রাশেদুল বলে র্যাব জানায়। শনিবার সাংবাদিকদের ব্রিফিংকালে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ জানান, তৌহিদুল ও রাশেদুলের বাড়ি নরসিংদীতে। এ ঘটনায়ও রোববার সকাল পর্যন্ত মামল হয়নি।