নিজস্ব প্রতিবেদক : হাইকোর্ট মাজার এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়ায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
নিহতরা হলেন সাহেরা (৪০) ও হাসিনা (৩০)। পুলিশ জানায়, হতাহতরা বাস্তুহারা।
সোমবার রাত আড়াইটার দিকে শাহবাগ থানা এলাকার হাইকোর্ট মাজারসংলগ্ন ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতেই সাহেরাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হাসিনা মারা যান।
শাহবাগ থানার উপপরিদর্শক ফিরোজ আলম বলেন, রাতে কালো রঙয়ের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইকোর্ট মাজারসংলগ্ন ফুটপাতে উঠে যায়। সেখানে ঘুমিয়ে ছিলেন ছিন্নমূল মানুষ। মাইক্রোবাসের চাপায় চারজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর এদের মধ্যে দুইজন মারা গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান নিহতদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।