‘নিয়োগে লেনদেন হলে চাকরিচ্যুত’

নিজস্ব প্রতিবেদক : কেউ ডাক বিভাগে নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেন করলে তাকে চাকরি হারাতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, ‘অর্থের বিনিময়ে কোনো কর্মকর্তা ডাক বিভাগে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে তাকে চাকরিচ্যুত করা হবে।’

রোববার সকালে জেনারেল পোস্ট অফিসে (জিপিও) ডাক বিভাগের কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী তারানা হালিম আরো বলেন, ‘আপনাদের গায়ে কালি লাগলে সেটা আমার গায়েও লাগে।’

তিনি বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কোনো কথা যেন আমার কানে না আসে। কোথাও কোনো চাকরির জন্য অর্থের আদান- প্রদান হয়েছে, এমন অভিযোগ এলে সংশ্লিষ্ট কর্মকর্তা চাকরি হারাবেন।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, অতিরিক্ত মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী তারানা হালিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।